এ লুকানো সে লুকানো নয়
লিখেছেন লিখেছেন আশা নিয়ে বেঁচে আছি ১২ মে, ২০১৫, ০২:০০:০৮ দুপুর
যখন এ লেখাটি যখন লিখছি আমি তখন ও লুকিয়ে। ছোট বেলা থেকে তোমাকে দেখলে লুকিয়ে পরতাম তোমার ভয়ে।রাগটা একটু তোমার বেশি তো তাই। এখন অবশ্য আমার ভয়েও লুকিয়ে থাকে অনেকে।আমার স্ত্রী, তিন বছরের কন্যা সন্তান এমন কি তুমি ও। রাগটা নাকি তোমার কাছ থেকে পেয়েছি আমি। মা তো সেটা জোর গলায় বলে। এখন তুমি একা বিছানা থেকে উঠতে পারনা,হাতের কাছের জিনিস টি মুখে তুলতে পারনা নিজে, তারপর ও কেন লুকিয়ে বেড়াই তোমার ভয়ে বাবা এ কথা কি জান? আমি তোমাকে তা জানাতে ও বোঝাতে পারবনা। চোখের সামনে ৩৬ টি বছর যে বাবাকে দেখলাম সমস্ত ভার বহন করতে সেই বাবা আজ নিজের ভার বহন করতে পারছে না। তোমার সামনে গেলে কেন যেন গুটিয়ে যাই। সাধ্যমত সব চিকিৎসা করার পর ও তুমি যখন সুস্থ হয়ে উঠছ না আমি তখন লুকিয়ে বেড়াই তোমার মূত যন্ত্রণা কাছ থেকে না দেখার জন্য। আমি তোমার কাছে যাইনা এ অভিযোগ সত্যি। কিন্তু কিভাবে যাব বলো? এখন তোমার ভয়ে আমি লুকিয়ে বেড়াই না,আমি যে এখন আমাকে বেশি ভয় পাই।পারব কি তোমার শূন্যতা তোমাকে ছাড়া পূরণ করতে পারব।ঘড়ের ভিতরে লুকিয়ে থাকি,বাহিরে লুকিয়ে থাকি কিন্তু কাকে নিয়ে লুকিয়ে থাকি জান! বাবা জানি তুমি বেশি দিন নাই, আমার এ লুকিয়ে বেড়ানো কেউ বুঝে না। তোমার পাশে একটু খানি দাঁড়ানোর পরে কেন চলে আসি সেটা তো বুঝতে পারনা।কারন চোখের জল কখনো তোমার সামনে ফেলতে পারিনা তো, তাই ছুটে যাই নিজ রুমে। বাবা এ লুকানো বাদ দেওয়া সম্ভব হবে না আমার। তোমার এ অবস্থায় আমি যে কতটা গুটিয়ে গেছি তা তো কাউকে বোঝাতে পারিনা।
***বাবা সত্যি বলছি, এলুকিয়ে বেড়ানো অন্য কিছু নয়। যা কিছু আমার মাঝে পরিবর্তন দেখছ তার সবি তোমাকে হারানোর ভয়।
বিষয়: বিবিধ
৮৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন